বাচ্চার হৃদস্পন্দন ঠিক আছে কিনা খেয়াল রাখুন

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জানুয়ারি ৯, ২০১৯

প্রতিটি বাচ্চারই হৃদস্পন্দন প্রসবের সময় ভালভাবে খেয়াল রাখতে হয়। কেননা বাচ্চা যদি প্রসবের কোনও পর্যায়ে গিয়ে বিপজ্জনক অবস্থায় চলে যায় তবে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বাচ্চার হৃদস্পন্দন লক্ষ্য রাখার কিছু প্রচলিত উপায় :

ডাক্তার হাতে-নেয়া-যায় এমন একটি আল্ট্রাসাউন্ড মনিটর দিয়ে বাচ্চার হৃদস্পন্দন শুনতে পারেন (একে সনিকএইড ও বলে)। এই পদ্ধতিতে আপনার চলাফেরা বাধাগ্রস্ত হয় না। এছাড়াও সিটিজি নামক একটি যন্ত্রের সাহায্যেও বাচ্চার হৃদস্পন্দন এবং জরায়ুর সঙ্কোচন দেখা যায়। এটি আপনার পেটে বেল্টের সাহায্যে লাগানো হবে।

কখনও কখনও বাচ্চার মাথায় একটি ক্লিপ বসিয়ে আরও ভালভাবে এটা লক্ষ্য রাখা যায়। যোনিপথে পরীক্ষা করার সময় এই ক্লিপটি পড়ানো যায়। এই ক্লিপ পড়ানোর প্রয়োজনীয়তা জানতে ডাক্তারকে প্রশ্ন করুন। প্রসবের পুরোটা সময়ই একটি যন্ত্র দিয়ে বাচ্চার হৃদস্পন্দন লক্ষ্য রাখা হবে। কিছু যন্ত্রে ছোট ট্রান্সমিটার থাকে যা লাগিয়ে আপনি সহজেই চলাফেরা করতে পারবেন। জানুন এরকম যন্ত্র আপনার হাসপাতালে আছে কিনা।

Leave a Comment