ডেলিভারির পর বেল্টের ব্যবহার

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • মার্চ ১, ২০১৯

সিজারিয়ান অপারেশন হবার পরে বা ডেলিভারির রোগী যখন হাসপাতাল থেকে রিলিজ হয়ে আসেন তখন ডাক্তাররা তলপেটে পড়ার একটা বেল্ট সাজেশন করেন। অনেকের কাছেই বেল্ট ব্যবহার করা অস্বস্তিকর। কিন্তু এই বেল্ট ব্যবহার করার উপকারীতা অনেক। সাধারণতঃ সিজারিয়ান করার পর সবারই পেটে অতিরিক্ত মেদ থাকে। অনেকের পেট বেশি ভারীও থাকে। এই পেটের মেদ কমাতে চাইলে বেল্টের কোন বিকল্প নেই। এজন্য রোগীকে খাওয়া-দাওয়া, ঘুম ও ওয়াশরুমে যাওয়া ছাড়া সব সময়েই পেটের বেল্ট পরে থাকতে হবে। মেদ কমানোর বেল্ট ব্যবহারে পেটের পেশি আঁটসাঁট থাকে। পেটের ভার কম লাগে। বেল্ট ব্যবহারের ফলে ঘাম হয়, তাই পেট কিছুটা হালকা অনুভব করতে পারেন। তবে মেদ গলে যাওয়ার বিষয়টি বিজ্ঞানসম্মত নয়। কিন্তু সব ডেলিভারির রোগীরই বেল্ট ব্যবহার করা উচিত।

Leave a Comment