হরমোন কী?

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • এপ্রিল ১১, ২০১৯

আমরা সবাই কমবেশি জানি যে আমাদের শরীরে হরমোন রয়েছে। আবার অনেকে ডাক্তারের মুখে শুনে থাকেন, হরমোনাল সমস্যা বা হরমোন বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা।  কিন্তু এই হরমোন ঠিক কি সেটা কি জানেন? হরমোন (Hormon) হচ্ছে এক প্রকার রাসায়নিক তরল যা শরীরের কোনো কোষ বা গ্রন্থি থেকে শরীরের একটি নির্দিষ্ট অংশে নিঃসরিত হয়। হরমোনের মাধ্যমে শরীরের অন্যান্য অংশের অঙ্গ-প্রত্যঙ্গে পরিবর্তনের সংকেত পাঠানো হয়।

উদাহরনস্বরূপ বিপাকক্রিয়ার পরিবর্তনের জন্য অল্প একটু হরমোনই যথেষ্ট। এটি একটি রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে যা এক কোষ থেকে অপর কোষে বার্তা বহন করে। সকল বহুকোষীয় জীবই হরমোন নিঃসরণ করে। গাছের হরমোনকে ফাইটোহরমোনও বলা হয়। প্রাণীর ক্ষেত্রে বেশির ভাগ হরমোনই রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। অন্তঃক্ষরা হরমোনের অণুগুলো রক্ত সংবহন তন্ত্রে সরাসরি নিঃসরিত হয়। অপরদিকে বহিঃক্ষরা হরমোনগুলো (এক্সোহরমোন) সরাসরি নালিতে, বা নালির মাধ্যমে নিঃসরিত হয়। এ ধরনের হরমোন সংবহন তন্ত্রের মাধ্যমেও নিঃসরিত হতে পারে, এছাড়াও ব্যাপন প্রক্রিয়ায় এক কোষ থেকে অন্য কোষেও এক্সোহরমোন পরিবাহিত হতে পারে। আর এই হরমোনের কমা বাড়ার কারণে শরীরে নানা ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে।

টি/আ

 

Leave a Comment