বাচ্চা টিভি এবং মোবাইলের উপর আসক্ত হলে যা করবেন

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • এপ্রিল ১৫, ২০১৯

প্রশ্ন: বাচ্চার বয়স ২ বছর। সে টিভি এবং মোবাইলের উপর আসক্ত। কোনো কথা বলতে চায় না। কী করবো?  

উত্তর: বাচ্চার বয়স অনুযায়ী যদি সে কম কথা বলে তাহলে এর একটি কারণ হতে পারে অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইস এর ব্যবহার। তাই এক্ষেত্রে এগুলোর জন্য টাইম লিমিট করে দেয়া যেতে পারে। যেমন- ১০ মিনিটের বেশি দেখতে পারবে না, এবং তাকে বার বার মনে করিয়ে দিতে হবে এই ব্যপারে। আপনার সাথে তাকে কথা বলতে উৎসাহিত করুন এবং আপনি যখন বাচ্চার সাথে কথা বলবেন তখন তার চোখের দিকে তাকিয়ে অর্থাৎ তার দৃষ্টি আকর্ষণ করে কথা বলবেন।

যতটুকু সময় বাচ্চার সাথে থাকবেন শুধু তার দিকেই মনোযোগ দিবেন। তার সাথে খেলতে পারেন এতে আপনাদের মধ্যে সম্পর্ক আরো গভীর হবে। এবং বাচ্চার মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং কমিউনিকেশন স্কিল বাড়বে। ইলেক্ট্রনিক ডিভাইসের আসক্তি খুব তাড়াতাড়ি দূর হবেনা। আপনাকে সময় নিয়ে, ধৈর্য্য ধরে বাচ্চাকে এই আসক্তি থেকে ফিরিয়ে আনতে হবে।

টি/আ

 

 

 

Leave a Comment