যক্ষ্মা নিয়ে সচেতনতা

  • ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল
  • অক্টোবর ১৫, ২০১৯

যক্ষ্মা বা টিবি আমাদের দেশে খুব পরিচিত রোগ । যদিও সচেতনতার ফলে যক্ষ্মা রোগ অনেক কমে এসেছে। যক্ষ্মা হলে দীর্ঘদিন ওষুধ খেতে হয়। তাই প্রতিরোধের দিকে গুরুত্ব দিতে হবে। যক্ষ্মা রোগের সংক্রমণ থেকে বাঁচতে হলে একজন ব্যক্তিকে বিভিন্ন বিষয়গুলোর প্রতি সচেতন হতে হবে।সতর্ক থাকতে হবে সবসময়।  যক্ষ্মা থেকে রক্ষা পেতে বাসস্থানের পরিবেশ যথাসম্ভব খোলামেলা রাখতে হবে।

প্রচুর  আলো-বাতাস যাতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। একসাথে ঠাসাঠাসি করে থাকা যথাসম্ভব পরিহার করতে হবে।  যক্ষ্মা আক্রান্ত রোগীর সবসময়-নাক মুখ ঢেকে রাখা উচিত। সর্বত্র চলাফেরা করা এই সময় বাদ দিতে হবে।   যক্ষায় আক্রান্ত  রোগীর সাথে আলাপচারিতার সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।  যক্ষ্মার ওষুধ নিয়মিত খেতে হবে। যক্ষ্মার ওষুধের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া আছে। সেসব হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ বন্ধ করা যাবেনা।

কে/এস

Leave a Comment