থাইরয়েডের সমসা কেন হয়

  • কবিতা আক্তার
  • অক্টোবর ১৫, ২০১৯

সমুদ্রের পানিতে আয়োডিন থাকায় সামুদ্রিক মাছ মানুষের খাদ্যে আয়োডিনের মূল উৎস। আয়োডিন যুক্ত খাবার খেলে থাইরয়েড হরমোন তৈরি হয়। দেখা গেছে সমুদ্র থেকে দূরে অবস্থিত এলাকা যেমন হিমালয়ের পাদদেশে নেপাল কিংবা বাংলাদেশের উত্তরবঙ্গে, মানুষের গলা ফোলা রোগ গলগন্ড রোগীর সংখা অনেক বেশি।

থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুদের মানসিক বিকাশবাঁধা পায়। ফলে গায়ের চামড়া খসখসে হয় ও চেহারা গোলাকার গোবেচারা আকারে মুখমন্ডল তৈরি হয়। আয়োডিনের অভাবে হরমোন এর উৎপাদন ব্যাহত হলে শিশুদের বুদ্ধির বিকাশ কমে যায়। এই জন্য খাদ্যে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে সুফল পাওয়া যায়। এছাড়া কলা, ফলমূল, কচু, সামদ্রিক মাছ ইতাদি খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

কে/এস

Leave a Comment