বাচ্চাদের ডিসপেপসিয়া

  • তাসফিয়া আমিন
  • অক্টোবর ১৭, ২০১৯

প্রায় সব বাচ্চারই মাঝেমধ্যে পেটে ব্যথা হয়। কখনও হয়তো ব্যথার কারণ খুবই সাধারণ আবার কখনও কখনও তা জটিল কারণেও হয়ে থাকে। তাই বাচ্চাদের পেটে ব্যথা হলে অবহেলা না করে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হতে হবে। পেটে ব্যথার সে রকম একটা সমস্যা হচ্ছে ডিসপেপসিয়া। পেটের ভেতরের কোনো অঙ্গে সমস্যা হলে তাকে অরগ্যানিক ডিসপেপসিয়া বলা হয়, আর পেটে ব্যাথার কোনো কারণ খুজে না পেলে সেটাকে ফাংশনাল ডিসপেপসিয়া বলে। এর ব্যথা সাধারণত নাভির চারপাশে হয়ে থাকে।

আপনার বাচ্চা যদি পেটে ব্যাথার কথা বলে কিন্তু তার পেটে ব্যথার অন্য লক্ষণ

যেমনঃ বমি হওয়া, ওজন কমে যাওয়া ইত্যাদি নেই বা বাচ্চা এমনিতে ভালো আছে, ঘুমের মধ্যে কোনও কষ্ট নেই তাহলে বোঝা যায় বাচ্চাটির ফাংশনাল ডিসপেপসিয়া হতে পারে। অরগ্যানিক ডিসপেপসিয়া হলে বারবার বমি হওয়া বা ওজন কমে যাওয়া লক্ষ্য করা যায়। কখন ঝুঁকিপূর্ণ?

পেটে ব্যথার সাথে আরও সমস্যা যেমনঃ একেবারেই ঘুম হচ্ছে না, সকালে উঠেই বা এমনি সময়ে বমি হচ্ছে, ওজন কমে যাচ্ছে বা খাবার দেখলেই বমি হয় বা বমি ভাব হয় এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের শরনাপন্ন হতে হবে। অনেক সময় ইরেগুলার ফুড হ্যাবিটের জন্য গ্যাসট্রাইটিস থেকে ডিসপেপসিয়া হতে পারে। তাই বাচ্চার খাবার সম্পর্কে সচেতন হতে হবে সবার আগে।

কে/এস

 

Leave a Comment