গ্যাসটিক আলসার

  • কবিতা আক্তার
  • ডিসেম্বর ১৩, ২০১৯

গ্যাস্ট্রিক খুব কমন সমস্যা আমাদের জীবনে। গ্যাস্ট্রিক নেই এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে গ্যাসটিক আলসার। গ্যাসটিক আলসারের মধ্যে বুক জ্বালা, অরুচি, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, হঠাৎ রক্তবমি কিংবা পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করা।

গ্যাসটিক আলসার হলে সাধারণত যা হয় :

- রক্ত বমি হতে পারে,

- কালো পায়খানা হতে পারে,

- রক্তশূন্যতা হতে পারে,

- পেটের উপরিভাগে ব্যথা হওয়া,

- খাবার খাওয়ার ঠিক পরপর ব্যথা বেড়ে যাওয়া,

- খালি পেটে ব্যথা বেড়ে যাওয়া,

- গলায় জ্বালাপোড়া করা,

- বুক জ্বালাপোড়া,

- ঘন ঘন ঢেকুর উঠা,

- বদহজম হওয়া।

সাধারণ গ্যাসটিকের জন্য প্রাকৃতিক ঔষধ :

- সকালে রাতে খাবার পর এক চামচ আদার রস খান।

- প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে এসিডিটি ও বদহজম থেকে রক্ষা পাওয়া যায়।

- তেঁতুল পাতা বাটা এক গ্লাস দুধের সাথে মিশে প্রতিদিন পান করুন। গ্যাসটিকের সমস্যা দূর হবে।

- তুলসী পাতার রস চা বানিয়ে খান। এগুলো হজম ক্ষমতা বাড়ায় এবং গ্যাসটিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

- খালিপেটে ১-২ চামচ মধু খেলে উপকার পাওয়া যায়।

কে/এস

Leave a Comment