খাবার কমিয়ে দেয় পুরুষের যৌন ক্ষমতা ও আকাঙ্ক্ষা

  • কবিতা আক্তার
  • ডিসেম্বর ১৪, ২০১৯

খাবার কমিয়ে দেয় পুরুষের যৌন ক্ষমতা ও আকাঙ্ক্ষা

- অতিরিক্ত সয়াজাতীয় খাবার খেলে পুরুষের যৌন আকাঙ্ক্ষা ও সক্ষমতা কমে যায়। সয়া থেকে যে সমস্ত খাবার তৈরি হয় যেমন সয়াসস, সয়ামিল্ক এগুলি পুরুষের যৌন ক্ষমতা কমায়।

- গবেষকরা জানিয়েছেন, যারা দিনে অন্তত ১২০গ্রাম সয়া খান তাদের শরীরে টেস্টোস্টেরন কমে যায়। আর যেসব পুরুষ সন্তান গ্রহণের কথা ভাবছেন তারা খাবার খাদ্যতালিকা থেকে এই খাবার একেবারে বাদ দিন। সয়া পুরুষের শুক্রাণুর পরিমানও কমিয়ে দেয়।

- যেকোন ধরনের শর্করা জাতীয় খাবারও যৌনচাহিদা ও সক্ষমতা কমিয়ে দিতে পারে।

- অতিরিক্ত মদ যৌন চাহিদা ও সক্ষমতার ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিকারক। এটি যৌন জীবনেও মারাত্নক প্রভাব ফেলতে পারে। যৌন মিলনে অক্ষমতার জন্য অ্যালকোহল অনেকাংশে দায়ী। তাছাড়া অ্যালকোহল ও রিচ ফুড সবসময় মানুষকে তন্দ্রাচ্ছন্ন করে রাখে ফলে যৌন মিলনে উৎসাহ পাওয়া যায়না।

- যে খাবারে অতিরিক্ত হরমোন বা অ্যান্টিবায়োটিক রয়েছে সেগুলি না খাওয়াই ভালো। যেমন কিছু লাল মাংসে প্রচুর হরমোন থাকে। এর ফলে লাল মাংস খেলেই লাল মাংস খেলেই শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়।

- প্রয়োজনের তুলনায় বেশি খাবার খাওয়ার ফলে স্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি পায়। ওজনবৃদ্ধির ফলে যৌনইচ্ছা হ্রাস পায়। যেকোন খাবারই অতিরিক্ত খেলে তা যৌন ক্ষমতা কমিয়ে দেয়।

কে/এস

Leave a Comment