বাচ্চার টিকা দেওয়ার তারিখ পার হয়ে গেছে?

  • তাসফিয়া আমিন
  • মার্চ ১৫, ২০২০

বাচ্চার টিকা দেওয়ার তারিখ পার হয়ে গেছে? জানুন দেরীতে টিকা দিলে বাচ্চার কি কি ক্ষতি হতে পারে!

১. রোগাক্রান্ত হওয়ার আশঙ্কাঃ বিশেষজ্ঞরা বলেন, কোনও টিকা বাদ পড়লে বা বেশি দেরীতে দিলে শিশুর শরীর সেই নির্দিষ্ট রোগটি প্রতিরোধের জন্য নিজেকে তৈরি করতে পারে না। ফলে যে কোনও সময় ওই রোগের ভাইরাসে আক্রান্ত হতে পারে। অনেকক্ষেত্রে এমন অসুখে শিশুর স্থায়ী ক্ষতিও হতে পারে।

২. রোগপ্রতিরোধ ক্ষমতার অভাবঃ শিশুর শরীর সব ধরনের রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম নয়। সে কারণেই টিকাকরণের প্রয়োজন। টিকা ঠিক সময়ে না-দিলে শিশুর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয় না। এতে ওর রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।

৩. বেড়ানোর ক্ষেত্রেও বাধাঃ টিকা এড়িয়ে চললে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ তৈরি হবে। বিশেষজ্ঞদের কথায়, যেসব অঞ্চলে নির্দিষ্ট রোগটি অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে , সেসব এলাকায় ঘুরতে না-যাওয়াই ভালো। ওসব জায়গায় ঘুরতে গেলে ছোট্ট বাবুর সহজেই ওই রোগে আক্রান্ত হতে পারে।

৪. সংক্রমণের আশঙ্কাঃ মিসেলস্ বা হাম এমন একটি রোগ যা টিকার মাধ্যমে সহজেই সারিয়ে ফেলা সম্ভব। এই রোগটি সংক্রমণের মাধ্যমে ছড়ায়। ছোট্ট বাচ্চা বাইরের পরিবেশে বেরোনো শুরু করেছে। সঠিক সময়ে তাকে টিকা না-দেওয়া হলে সংক্রমণের মাধ্যমে সেও আক্রান্ত হতে পারে। টিকা সব সময় চিকিৎসক-নির্দেশিত সময়েই দেওয়া উচিত। দেশ অনুযায়ী এর একটি তালিকাও আছে। তবে কিছুক্ষেত্রে এর ব্যতিক্রম হয়। শিশুর কোনও সমস্যা দেখা দিলে চিকিৎসকরা টিকার দিনক্ষণে পরিবর্তন আনতে পারেন।

Leave a Comment