বাচ্চার অটিজম প্রতিরোধে আমার কী করণীয়?

  • তাসফিয়া আমিন
  • এপ্রিল ২, ২০২০

প্রশ্নঃ আপু বাচ্চা নিতে চাচ্ছি। বাচ্চার অটিজম প্রতিরোধে আমার কী করণীয়?

উত্তরঃ অটিজমের কোনও নিরাময় নেই, তাই একমাত্র সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এর প্রতিরোধ করা সম্ভব।

পরিবারের কারও অটিজম অথবা কোনও মানসিক এবং আচরণগত সমস্যা থাকলে, পরবর্তী সন্তানের ক্ষেত্রে অটিজমের ঝুঁকি অনেক বেড়ে যায়। এক্ষেত্রে পরিকল্পিত গর্ভধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন :  ১ বছরের বেশি বয়সি বাচ্চাদের জন্য সুজির ক্ষীর রেসিপি

গর্ভাবস্থায় অধিক দুশ্চিন্তা না করা, পর্যাপ্ত ঘুম ইত্যাদি ব্যাপারে সচেতন হতে হবে। আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন –

- বেশি বয়সে বাচ্চা না নেওয়া। এতে অটিজমের ঝুঁকি বেশি।

- বাচ্চা নেয়ার আগে মাকে অবশ্যই রুবেলা ভ্যাকসিন নিতে হবে। গর্ভাবস্থায় রুবেলায় আক্রান্ত হলে বাচ্চা অটিজমের স্বীকার হতে পারে।

- গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়া যাবে না।

- মায়ের ধূমপান, মদ্যপানের মতো কোনও অভ্যাস থাকলে গর্ভধারণের আগে অবশ্যই তা ছেড়ে দিতে হবে।

- জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়াতে হবে।

Leave a Comment