অসুস্থ এবং স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে রোজায় পালনীয় নির্দেশনা!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • এপ্রিল ২৪, ২০২০

যেসব মানুষের ক্ষেত্রে কোভিড-১৯ কিংবা অন্যান্য অসুস্থতা আছে তাদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়।

বিশেষ করে যাদের ডায়াবেটিস এবং অন্যান্য শারিরীক জটিলতা আছে।

যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তারা কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে

যেমন - যেসব কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার শরীরে ধীরে ধীরে ছড়ায় সেগুলো খেতে পারেন। যেমন লাল রুটি, ভাত। এছাড়া দিনে বেশ কয়েকবার ডায়াবেটিস পরিমাপ করে দেখতে হবে।

ব্রিটেনের মুসলিম কাউন্সিল স্বাস্থ্য কর্মীদের জন্য একটি পরামর্শ দিচ্ছে।

সেখানে বলা হচ্ছে, স্বাস্থ্য কর্মীরা যেহেতু কোভিড-১৯ রোগীদের সেবা দিচ্ছেন সেজন্য তাদের দীর্ঘ সময় ধরে পিপিই পরিধান করতে হয়। সেজন্য তাদের শরীরে পানির ঘাটতি হতে পারে এবং চিকিৎসায় ভুল হতে পারে। সেজন্য স্বাস্থ্যকর্মীরা রোজা না রাখলেও চলবে।

Leave a Comment