প্রতিদিনের কাজ সহজ করার কিছু টিপস

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ফেব্রুয়ারি ১৬, ২০২২

গৃহস্থালির কাজ সহজ করতে দরকারী কিছু টিপস জানা থাকা চাই। এগুলো ব্যস্ত জীবনের সময় বাঁচাবে অনেকটাই। চলুন জেনে নেওয়া যাক-

- পাউরুটি বা প্লেইন কেক উপর থেকে কাটতে গেলে আঁকা বাঁকা হয়ে যায় স্লাইসগুলো। উল্টোদিকে থেকে কাটুন। পছন্দমত আকৃতিতে দেওয়া সহজ হবে।

- মেজারমেন্ট কাপ বা চামচ নেই? হাত দিয়ে মেপে ফেলতে পারেন রান্নার উপকরণ। ২ মুঠোভর্তি মানে এক কাপ। ১ তর্জনী সমান ১ চা চামচ। ১ টেবিল চামচ হচ্ছে বুড়ো আঙ্গুলের সমান।

- ঘর মোছার সময় দুটো বালতি রাখুন সাথে। একটাতে পরিষ্কার পানি রাখবেন, অন্যটি খালি থাকবে। মপের নোংরা পানি খালি বালতিতে রাখবেন। এতে বারবার নোংরা পানি বদলাতে হবে না।

আরো পড়ুনঃ সন্তানকে ১০ বছর বয়সের আগেই শেখান এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো

- মগ থেকে কফির দাগ তুলতে সমপরিমাণ ভিনেগার ও গরম পানি মিশিয়ে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঘষে পরিষ্কার করে নিন।

- কাচের বয়াম থেকে লেবেল খুলতে চাইলে ১০ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন। এরপর নারকেলের তেল মাখিয়ে আরো কিছুক্ষণ রেখে ঘষে উঠিয়ে ফেলুন।

- ফুলদানিতে রাখা ফুল নেতিয়ে পড়ছে, স্ট্র দিয়ে বেঁধে নিন সুতা দিয়ে ফুলের বোঁটার সঙ্গে।

- ভ্যাকুয়াম ক্লিনার দুর্গন্ধ দূর করতে ডাস্ট ব্যাগে আধা চা চামচ দারুচিনির গুঁড়ো দিয়ে তারপর অন করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment