আপনার এসির বিল বেশি আসছে? কমানোর কিছু উপায় জানুন
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ১, ২০২১
আপনার এসির বিল বেশি আসার কিছু কারণ সম্পর্কে জেনে নিন...
১. আপনি কোন পর্দা ব্যবহার করছেন নাঃ সূর্যের আলো ঘরে পৌঁছালে আপনার ঘর সে তাপ ধরে রাখে অনেকক্ষণ। যার ফলে আপনার এসি অনেকক্ষণ চললেও আপনি টের পাবেন না।
২. এসির তাপ অতিরিক্ত কমিয়ে ফেলেছেনঃ আমাদের শরীর খুব সহজে পরিবেশের সাথে খাপ খাওয়ার ক্ষমতা রাখে। যদি আপনি এসির ১ ডিগ্রি করে তাপমাত্রা বাড়িয়ে অভ্যাস করতে পারেন তাহলে আপনার এসির বিল কমে আসবে ৩%।
আরো পড়ুনঃ আপনার বাচ্চাকে অবশ্যই এই পাঁচটি শিক্ষা দিন
এসির বিল কমানোর উপায়ঃ
১. LED লাইট ব্যবহার করুনঃ সাধারণ বাল্ব ৯০% এনার্জি খরচ করে তাপ তৈরি করতে। এর ফলে ঘর সহজেই গরম হয়ে যায়। তাই LED লাইট ব্যবহার করে ঘরকে সহজেই ঠান্ডা রাখুন।
২. রাতে সব ইলেকট্রিক কানেকশন খুলে ফেলুনঃ সারারাত যদি আপনার ঘরের বেশিরভাগ ইলেকট্রিক্যাল কানেকশন খুলে রাখতে পারেন, তাহলে আপনার ঘরের তাপমাত্রা কমে যাবে অনেকাংশে, ঘর সহজেই তাহকবে ঠান্ডা।
আরো পড়ুনঃ শিশুর বুদ্ধি বিকাশে যা করবেন
উপরিউক্ত টিপসগুলো জানা থাকলে ঘরে বসেই এয়ার কন্ডিশনারের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভ।তবে এগুলোর পরেও যদি সমাধান না পাওয়া যায় তাহলে এক্সপার্ট টেকনিশিয়ান ডেকে আপনার এসিটি চেক করিয়ে নিন।