বাড়তি খরচে সঞ্চয় করতে পারছেন না? অভ্যাসে পরিবর্তন আনুন

  • কামরুন নাহার স্মৃতি
  • মার্চ ২১, ২০২২

মাসের শুরুতে হাতে থাকা টাকা মাস না শেষ হতে শেষ হয়ে যায়। তবে এর মধ্যেও আপনাকে ভবিষ্যতের জন্য খানিকটা সঞ্চয় করতে হবে। অভ্যাসে ছোটখাটো পরিবর্তনেই বাড়তে পারে সঞ্চয়ের পরিমাণ। আসুন জেনে নেই...

- খুব একটা ব্যবহার করা হয় না এমন অ্যাপ, ম্যাগাজিন, ওটিটি প্ল্যাটফর্ম গুলোর সাবস্ক্রিপশন ক্যানসেল করে দিন।

আরো পড়ুনঃ যত্নে থাকুক আপনার সিল্কের শাড়ি

- গ্রোসারি শপে গেলে কিছু না কিছু কেনা হয়ে যায়। তাই বারবার না গিয়ে মাছের বাজারের লিস্ট একবারে করে নিয়ে যান গ্রোসারি শপে। একবারে বেশি পরিমাণে কিনলে বিভিন্ন ছাড়ও পাওয়া যাবে।

- ব্যাংকের স্কিমগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে উপযুক্ত একটিতে ইনভেস্ট করুন। সঞ্চয়ের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ।

- ঘনঘন বাইরের খাবার খাওয়ার অভ্যাস থাকলে সেটি বাদ দিন। সপ্তাহে একদিন খেতে পারেন রেস্টুরেন্টের খাবার। বাকি দিনগুলোতে নিজের খাবার নিজেই বানিয়ে নিন। একটি বড় অঙ্কের টাকা বেঁচে যাবে।

- একটি মাটির ব্যাংক রাখতে পারেন ঘরে। প্রতিদিন কিছু কিছু করে টাকা রাখুন এই ব্যাংকে। ‌

আরো পড়ুনঃ মেছতার দাগ দূর হবে এক ফেসপ্যাকে

- প্রতিদিনের খরচগুলো একটি ডাইরিতে লিখে রাখুন। এতে নিজেই বের করে ফেলতে পারবেন বাড়তি খরচের খাতগুলো।

- অপ্রয়োজনে লাইট, ফ্যান চালিয়ে রাখবেন না। এতে বাড়তি ইলেকট্রিসিটি বিল থেকে রেহাই মিলবে।

- অনলাইন শপিং করার আগে ভেবে দেখুন সেটি আসলেই আপনার প্রয়োজন আছে কি না। সাথে সাথে কিছু কিনে না ফেলে সেটি কার্টে যোগ করে রাখুন। দুইদিন পর যদি মনে হয় জিনিস আসলেই আপনি কিনতে চাইছেন, তাহলেই ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment