দুপুরে ঘুম ঘুম ভাব দূর করুন কষ্ট ছাড়াই

  • কামরুন নাহার স্মৃতি
  • জুন ১৫, ২০১৯

দুপুরে ঘুম ঘুম ভাব বেশিরভাগ সময় অস্বস্তির কারণ হয়। বাসায় থাকলে সময় করে ঘুমিয়ে নিতে পারেন কিন্তু যারা অফিসে কিংবা কোন কাজে থাকেন, তাদের কাছে এ সময়টা বিরক্তিকর হয়ে ওঠে। এমনকি এই সময়টাতে কোন কাজও তাদের ভালো লাগেনা, ঠিকঠাক হয়ও না। তাই জেনে নিন দুপুরের ঘুম ঘুম ভাব দূর করার কিছু উপায়।

- ঘুম ঘুম ভাব এলে পানি পান করুন। এক গ্লাস পানি পান আপনার ঘুম ঘুম ভাব খুব সহজেই দূর করে দেবে এবং আপনার মস্তিষ্ক নতুন কাজের তৈরি হবে।

- দুপুরে ঘুম ঘুম ভাব কাটিয়ে উঠার জন্য চা,কফি পান করতে পারেন। দুপুরে খাবার পর চা, কফি পান করলে ঝিমঝিম ভাব খুব সহজেই দূর হয় আর আপনি হয়ে উঠেন পুরো সজীব।

- সারাদিন বসে কিংবা হেলান দিয়ে থাকলে ঘুম ঘুম ভাব আরো জোরালো হয়। পাঁচ মিনিট হলেও হাঁটুন, এতে শরীরের অলসতার সাথে কেটে যাবে ঘুম ঘুম ভাব।

- শরীরের ক্লান্তি আর ঝিম ধরা দূর করতে চোখেমুখে পানির ঝাপটা দিন, এতে করে খুব সহজেই ঝিমুনিভাব দূর হয়।

- ঘুম ঘুম ভাব যখন আপনাকে নিস্তেজ করে ফেলে তখন বৃথা চুপচাপ কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন না, এতে কখনোই ঝিমুনি ভাব কাটাতে পারবেন না বরং সহযোগী কিংবা কাছের মানুষের সাথে কয়েকমিনিট কথা বলুন। এতে করে খুব সহজেই ঝিমুনি ও ঘুমঘুম ভাব দূর করা যায়।

কেএস/

Leave a Comment