অধিকার ছেড়ে দিতে চায় না মন!

  • অনুক্তা ঘোষাল
  • মে ১, ২০২১

অধিকার ছেড়ে দিতে চায় না মন। তা সে সিংহাসন, পদ বা সংসারেরই হোক না কেন।

প্রতিটা দিন শুধু কারণ খুঁজতে খুঁজতে শেষ হয়ে যায়। তবু কারণ খুঁজে পাওয়া যায় না। কারণ, তা খুঁজে পেলেও মেনে নিতে চায় না মন। ঠিক বুঝতে পেরেও অবুঝ সেজে থাকার মতো। অথচ প্রতিদিন বদলে যেতে থাকে প্রতিটা সম্পর্কের সমীকরণ। জীবনের অধিকাংশ জুড়ে থাকা আমিত্ব, প্রতাপ আর অধিকারের লড়াই বোধহয়  বদলে দিতে পারে সব। 

হাতে সবটুকু তুলে দিতে কুন্ঠা বোধ হয় বুঝি? 

আরো পড়ুন : কাপড় ধোয়ার পরও থেকে যায় করোনার জীবাণু! তাহলে সমাধান কী ?

সিংহাসন ছাড়ার ভয়ে আঁতকে ওঠে মন? কোথাও যেন নিজের অবস্থান, অধিকার, অহং সবকিছু হাত চেপে ধরে, তাই না? আর অনায়াসে অহংটুকুকে প্রাধান্য দিতে গিয়ে কোথায় যেন হারিয়ে যায় সম্পর্কগুলো‌। চুপিসারে সঙ্গ ছাড়ে পরিচিত ভালোবাসারা। আর ঘরময় ছড়িয়ে ছিটিয়ে থাকে কিছু বলপূর্বক প্রচলিত প্রথা, কিছু বাধ্যতামূলক করণীয় ও অকরণীয় কাজের ফর্দ ও সবটুকু আঁকড়ে রাখার সন্তুষ্টি। তবে সে সন্তুষ্টির স্থায়িত্ব ক্ষণিকের। শুধু করুণা হয় এই আগলে রাখার প্রবল প্রচেষ্টা দেখে, এই ক্ষণস্থায়ী আধিপত্যের প্রতি প্রবল মায়া দেখে। এই মায়াই বোধহয় শিখিয়ে দেয় স্বার্থপর হতে। ওই যে অধিকার ছেড়ে দিতে চায় না মন। তা সে সিংহাসন,পদ বা সংসারেরই হোক না কেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment