স্কিজয়েড ব্যক্তিত্বের ব্যাধির লক্ষণগুলো কী ?

  • ফারজানা আক্তার
  • মে ১৮, ২০২১

পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের ব্যাধির কিছু ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটি হলো স্কিজয়েড ব্যক্তিত্বের ব্যাধি ( Schizoid personality disorder ). 

- এদের সামাজিক বা ব্যক্তিগত সম্পর্কে আগ্রহ কম থাকে। একা থাকতে বেশি পছন্দ করে। 

- নিজেদের আবেগ বাহিরে তেমন প্রকাশ করে না। 

- বেশিরভাগ ক্ষেত্রেই কাজ কিংবা কোন বিষয়ে খুব বেশি চাপ নিতে পারে না। 

আরো পড়ুন :  নারীর এগিয়ে গেলে সমস্যা আসলে কোথায়?

- নরমাল সামাজিক কার্যকলাপ সম্পর্কে ধারণা রাখতে পারে না বা বুঝতে পারে না। 

- অন্যের ব্যাপারে বরাবরই উদাসীন থাকে। 

- যৌন সম্পর্কে আগ্রহ কম থাকে। 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment