হাত থেকে মাছের আঁশটে গন্ধ দূর করুন ঘরোয়া পদ্ধতিতে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ২৭, ২০২২

মাছ কাটার পর হাতে মাছের আঁশটে গন্ধ যেতে চায় না সহজে। সাবান দিলেও বিরক্তিকর এই গন্ধ যেতে চায় না হাত থেকে।

তবে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করলে এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজে। আসুন জেনে নেই...

আরো পড়ুনঃ পারফেক্ট স্বাদের খেজুরের গুড়ের দুধ চা

- লেবুর রস ঘষে নিন দুই হাতে। কমলা ঘষলেও উপকার পাবেন।

- দুই হাতে সামান্য কফি পাউডার নিয়ে ঘষে নিন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

- হাত শুকনা করে মুছে তেল ও হলুদ লাগিয়ে ঘষে নিন দুই হাত। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে।

আরো পড়ুনঃ সব ধরনের ত্বকেই কার্যকর যে ফেসপ্যাক

- সমপরিমাণ ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। দুই হাতের তালুতে ঘষে নিন এটি। ৫ মিনিট অপেক্ষা করে হাত ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment