কেক বানানোর পর ওজন বেশি হলে যা করণীয় 

  • ওমেন্স কর্নার
  • জুলাই ২৬, ২০২৩

আজকের টিপস: কেক বানানোর পর ওজন বেশি হলে যা করণীয় :

- কেক ২ স্লাইস করবেন। 

- ২ স্লাইসের বেশি করলে ক্রিমের লেয়ার অতিরিক্ত দিবেন না ভেতরে।

- পাইপিং ব্যাগ দিয়ে কেকে ক্রিম কোট করবেন। কারণ সরাসরি কেকে ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে স্মুথ করতে যারা পারদর্শী না, তাদের ক্রিম বেশি হয়ে যায় বা ক্রিম নষ্ট হয়। 

- ১ পাউন্ড কেক ডেকোরেশন এর জন্য ২/৩ কাপ হুইপিং ক্রিম যথেষ্ট। 

আরো পড়ুন:

ঘরেই বানাতে পারেন এই টার্কিশ মিষ্টি

পাতলা চিতই পিঠা তৈরির রেসিপি

ছানার মালাই চমচম রেসিপি

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment