হাত বা শরীর থেকে সুপার গ্লু দূর করার উপায়

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • অক্টোবর ১৩, ২০১৮

প্রশ্নঃ সুপার গ্লু' হাতে বা শরীরের অন্য কোথাও লেগে যায় যা পানি দিয়ে ধুলেও যায় নাI এর সমাধান কি?

উত্তরঃ শরীর থেকে সুপার গুল দূর করার অনেকগুলো উপায় আছে। জেনে নিন উপায়গুলো :  

- হালকা গরম পানিতে সাবান গুলে সেই পানিতে হাত ভিজিয়ে রাখুন। এতে গ্লুর আঠাল ভাব কেটে যাবে।

- Acetone বেসড নেইল পলিশ রিমূভার দিয়ে চেষ্টা করুন। কাপড়ে ( কটন বল দিয়ে চেষ্টা করবেন না) নেইল পলিশ রিমুভার লাগিয়ে গ্লু লাগা জায়গায় বার বার ঘষুন। চামড়া থেকে গ্লু উঠে আসবে।

- লন্ড্রি ডিটারজেন্টও ব্যবহার করে দেখতে পারেন। চার ভাগের এক কাপ ডিটারজেন্ট এর সাথে এক কাপ গরম পানি মিলিয়ে ২০ মিনিট হাত চুবিয়ে রাখুন। এতে গ্লু নরম হয়ে যাবে ,এরপর সহজেই উঠে আসবে।

- দুই টেবিল চামচ লবন হাতে নিন। সামান্য পানি দিইয়ে পেস্ট এর মত করে নিন। এবার এই পেস্ট ঘসুন গ্লু লাগা জায়গায়। একসময় গ্লু উঠে আসবে।

- সামান্য পেট্রল তুলা অথবা সুতি কাপড়ে ভিজিয়ে যেখানে সুপার গ্লু লেগেছে সেখানে আলতো করে কয়েকবার ঘষা দিন। গ্লু উঠে আসবে।

Leave a Comment