সুইডিশ থিন প্যানকেক

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ১৯, ২০২১

উপকরণঃ

- ডিম ৩টি,

- দুধ ২ কাপ,

- ময়দা ৩/৪ কাপ,

আরো পড়ুনঃ মেয়েদের তলপেটে ব্যথার কারণ এবং প্রতিকার

- মাখন ৩ টেবিল চামচ,

- লবণ ১/২ চা চামচ,

- জ্যাম বা ফ্রুট সস ১/২ কাপ।

প্রণালীঃ ডিম, ১ কাপ দুধ, ময়দা ও লবণ একত্রে খুব মসৃণ করে ফেটুন। বাকি দুধের সাথে মাখন গলিয়ে মেশান। ফ্রাইপ্যান গরম করে ১/৩ কাপ গোলা দিন। প্যান ঘুরিয়ে গোলা ছাড়িয়ে দিন। পাতলা প্যানকেক হবে।

আরো পড়ুনঃ ৩০-এর পরে বাচ্চা নিলে আপনি যে সমস্যাগুলোর মুখোমুখী হবেন!

দু'পিঠ ভাজা হলে প্যানকেক চার ভাঁজ করে নামান। জ্যাম বা ফ্রুট সস দিয়ে পরিবেশন করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment