রান্নাঘরে হঠাৎ হাত পুড়ে ফোসকা হলে যা করবেন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • অক্টোবর ২৭, ২০২১

রান্নার সময়টাতে অসাবধানতাবশত হাত পুড়ে যেতে পারে। গরম পানি বা গরম তেল ছিটকে কিংবা গরম কোন পাত্রের হাতে ধরায় ত্বকের উপরিভাগ পুড়ে যেতে পারে। প্রচন্ড জ্বালা পোড়া, আক্রান্ত স্থান লাল হয়ে যাওয়া, সেখানে ফোসকা পড়তে পারে।

আরো পড়ুনঃ ডিভোর্স কমানোর কিছু কার্যকরী উপায় !

রান্না করতে গিয়ে হাত পুড়ে ফোসকা, কি করবেন রান্না করতে করতে এইরকম ছোটখাটো ছ্যাকা খাওয়া, ফোসকা পড়ার সমস্যা কমবেশি সব গৃহিণীর হয়ে থাকে। কিন্তু সব সময় তো হাতের কাছে মলম জাতীয় প্রতিষেধক থাকে না। তাই ভরসা করতে পারেন ঘরোয়া চিকিৎসাতে।

জেনে নিন কোন কোন ঘরোয়া চিকিৎসা এক্ষেত্রে কাজে লাগবে।

বরফ: আজকাল ডিপ ফ্রিজে বরফ এর ট্রে তে বরফ তো থাকেই। গরম চা, পানি কিংবা ভাতের ফ্যান হাতের পড়ে গেলে জ্বালা ভাব কাটাতে চোখ বুজে ব্যবহার করুন বড়। তবে প্রথমে বরফ দেবেন না। আগে ঠাণ্ডা পানি পড়া জায়গাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর একটি কাপড় করে বরফ মুড়ে পোড়া জায়গায় বেঁধে রাখুন। মিনিট ১৫ ধরে সেই পোড়া জায়গায় বরফের সেঁক দিলে জ্বালা ভাব কমবে।

আরো পড়ুনঃ বিয়ের কেনাকাটায় কনের কসমেটিকসের তালিকায় কি কি থাকা অতি আবশ্যক?

লিকার চা: ত্বক পুড়ে গেলে চট জলদি জ্বালা ভাব কমাতে পারে লিকার চা। ৩-৪ টি লিকার চা এর টি-ব্যাগ এক কাপ ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর সেই লিকার চা একটি তুলার সাহায্যে ত্বকের পোড়া অংশে অল্প অল্প করে লাগাতে থাকুন। দেখবেন উপকারটা খুব জলদি অনুভব করছেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment