কিউই ফল খাওয়ার অসুবিধা

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ১০, ২০২১

কিউই খাওয়ার যেমন অনেকগুলি উপকারিতা আছে, ঠিক তেমনি কেউই খাবার কিছু অপকারিতাও আছে। তবে কিউ-এর উপকারীতাই বেশি। আসুন জেনে নেই কিউই ফল খাওয়ার কিছু অপকারিতা...

- কিউই অতিরিক্ত গ্রহণের কারণে ত্বক সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে।

আরো পড়ুনঃ নিজেই নিজের চেহারায় ফুটিয়ে তুলুন গোলাপি আভা

- অতিরিক্ত পরিমাণে কিউই খাওয়ার ফলে মুখে জ্বালা হয়।

- যদি কোন ব্যক্তির কিউই-এ এলার্জি থাকে তবে সেই লোকদের কিউই খাওয়া বন্ধ করা উচিত।

- কিউয়ের এলার্জি থাকলে সেই ব্যক্তির গলা চুলকানি, জিহ্বা জ্বালা, গিলে নিতে অসুবিধা, বমি বমি ভাব ইত্যাদি সমস্যা হতে পারে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment