বীর মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়া (অব.) আর নেই

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • আগস্ট ৬, ২০১৮

মুক্তিযুদ্ধের জীবন্ত এনসাক্লোপিডিয়া নামে খ্যাত বীর মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়া (অব.) মারা গেছেন।

গত ২৫ জুলাই থেকে তিনি নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে  সিএমেইচ-এ চিকিৎসাধীন ছিলেন।  ২৩ জুলাই থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। সিএমএইচ-এর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর কথা ভাবছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন মহল বীর মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়ার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কথা বারবার বলেছিলেন।

অসংখ্য সহযোদ্ধা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব রেখে তিনি আজ দুপুর সোয়া ১টায় আমাদের ছেড়ে চলে যান।

মেজর (অব.) কামরুল হাসান ভূঁইয়া একাত্তরের অকুতোভয় মুক্তিযোদ্ধা। তিনি বলতেন, একটা সময় যাবে এই জাতি হাজার মাথা ঠুকলেও একজন প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে পাবেনা যুদ্ধের প্রত্যক্ষ ইতিহাস শুনবার জন্য। তাই তিনি শুধু ঘুরে ঘুরে গণমানুষের কাহিনী লিপিবদ্ধ করতেন তার বইতে। অথচ সেই মানুষটির কন্ঠই আজ রুদ্ধ। 

আর/এস 

Leave a Comment