ঘরে ঘরে গিয়ে মানুষকে খাবার পৌঁছে দেয়া হবে!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ২৯, ২০২০

ঘরে ঘরে গিয়ে যেভাবে ভোট চাওয়া হয়েছিল, সেভাবেই ক্ষুধার্ত মানুষকে খাবার পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশনার বাস্তবায়ন শুরু করেছে কক্সবাজারের পেকুয়ার উপকূলীয় মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।

করোনাভাইরাসের ফলে সৃষ্ট বিপর্যয়ে সমাজের দরিদ্র শ্রেনীর খেটে খাওয়া পরিবারকে নিজেই খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি। ব্যক্তিগত তহবিল থেকে এ সহায়তা দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন চেয়ারম্যান ওয়াসিম।

শনিবার (২৮মার্চ) রাত ৮টার দিকে মগনামা ইউনিয়নের সোনালী বাজার আশ্রয়ণ প্রকল্প, মটকাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্প, কাটাফাঁড়ি ব্রিজ সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প, বাইন্যাঘোনা আশ্রয়ণ প্রকল্প ও ধারিয়াখালীর সরকারি খাস জমিতে বসবাসকারী হতদরিদ্র এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট দেয়া হয়।

 

Leave a Comment