করোনা আতঙ্কের মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ৩০, ২০২০

সারাবিশ্বে করোনা আতঙ্কের মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। জাপান সাগরের দিকে রোববার দু'টি প্রজেক্টাইল মিসাইল নিক্ষেপ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ এ তথ্য নিশ্চিত করেছেন।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এর আগে গত ২১ মার্চ আরও দু'টি প্রজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করা হয়।

ওই ক্ষেপনাস্ত্র দুটি স্বল্পমাত্রার ব্যালিস্টিক মিসাইল ছিল বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং প্রদেশ থেকে পূর্ব সাগরের দিকে ওই ক্ষেপনাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে।

Leave a Comment