১৮ মাসের নীচে গরুর দুধ দেবেন না শিশুকে!

  • কামরুন নাহার স্মৃতি
  • এপ্রিল ১০, ২০২২

১৮ মাসের নীচে গরুর দুধ দেওয়া উচিত নয় শিশুকে। পেট এবং অন্ত্রের ক্ষতির সাথে সাথে অ্যালার্জির সমস্যা বাড়ায় গরুর দুধ। আসুন জেনে নেই বিস্তারিত...

পেটের ক্ষতিঃ গরুর দুধের উচ্চমাত্রার প্রোটিন, ক্যালসিয়াম শিশুর পেট ও অন্ত্রের ক্ষতি করতে পারে।

অ্যালার্জিঃ খাবার থেকে অ্যালার্জি হওয়ার মূল কারণ গরুর দুধ

আরো পড়ুনঃ সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে যা করবেন

কিডনির ক্ষতিঃ গরুর দুধে থাকা উচ্চমাত্রার সোডিয়াম শিশুর কচি কিডনির ক্ষতি করে।

পুষ্টির অভাবঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জন্মের প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন। শিশুর সার্বিক বিকাশে মায়ের দুধের জায়গা কখনোই নিতে পারবে না গরুর দুধ!

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment