বাচ্চা বুকের দুধ পান করে, এ অবস্থায় কি রোজা রাখা যাবে?

  • তাসফিয়া আমীন
  • এপ্রিল ১০, ২০২২

প্রশ্নঃ বাচ্চা বুকের দুধ পান করে, এ অবস্থায় কি রোজা রাখা যাবে?

 

উত্তরঃ গর্ভাবস্থা একজন মায়ের কাছে যেমন জরুরি, তেমনি ডেলিভারির পরে বাচ্চাকে বুকের দুধ পান করানোও মায়ের জন্য অতীব জরুরি। ৬ মাসের কম বয়সী বাচ্চা অর্থাৎ যারা শুধু বুকের দুধের উপর নির্ভরশীল, অন্য কিছু খায় না, সেক্ষেত্রে মায়ের চিন্তা করতে হবে রোজা রাখবে কি না।

আরো পড়ুনঃ শাড়ির সঙ্গে শীত পোশাকে স্টাইল করবেন যেভাবে

কারণ, এসময় মায়ের যদি ঠিকমতো হাইড্রেশন মেইনটেইন না হয়, বা পানিজাতীয় জিনিস খেতে না পারে, তাহলে বাচ্চা বুকের দুধ কম পাবে বা পাবে না।

কারণ, বুকের দুধ নির্ভর করে মায়ের হাইড্রেশনের ওপর। মায়ের শরীরে কতটা পানি আছে, তার ওপর নির্ভর করে। যদি মায়ের ডিহাইড্রেশন থাকে, তাহলে রোজা রাখা একদমই উচিত হবে না।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment