শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করবে যেসব কাজ

  • কবিতা আক্তার
  • জুন ২৬, ২০২২

শিশুর মস্তিষ্ক গঠনে ভূমিকা রাখে ক্রসিং দ্যা মিডলাইন অ্যাক্টিভিটিজ। এটা আসলে কি? হাত বা পা কেশরের মাঝ বরাবর ঘোরান‌ই ক্রসিং দ্যা মিডলাইন অ্যাকটিভিটিজ। একে ব্রেইন বুষ্টিং এক্সারসাইজ ও বলে। জেনে নিন ক্রসিং দ্যা মিডলাইন অ্যাকটিভিটিজ কোনগুলো...

ঘরের কাজে সাহায্য করতে দিন তাকে: জানালার কাচ পরিষ্কার, ডাইনিং টেবিলে প্লেট- গ্লাস গুছিয়ে রাখার মতো ছোট ছোট কাজ সন্তানকে করতে দিন।

বাছাই করতে দিন: রঙ, ছবি ইত্যাদি থেকে শিশুকে বাছাই করতে দিন। গাছ, পশুপাখি, বৃত্ত, ত্রিভুজ বা বর্গাকার আলাদা করতে বলুন।

আরো পড়ুনঃ দ্রুত ঘন কালো লম্বা চুল পাওয়ার  সহজ কিছু উপায়

ইংরেজির ৮: আর্ট পেপারে বড় করে ইংরেজির ৮ আঁকতে বলুন। অথবা ইনফিনিটির চিহ্ন। এরপর সেটা রঙ করতে বলুন।

রঙ করুক ইচ্ছে মতো: ছবি আঁকা এবং রং করার অভ্যাস শিশুর সৃজনশীলতা বাড়ায়। তাকে রং করতে উৎসাহিত করুন।

সাইড বেন্ড: প্রথমে পা ফাঁকা করে সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপর কোমর পর্যন্ত শরীর সোজা রেখে সাইডে ঝুঁকে ডান হাত দিয়ে ডান পা ( বাম হাত বাম কানের সঙ্গে লেগে থাকবে ) এবং বাম হাত দিয়ে বাম পা স্পর্শ করার চেষ্টা করতে হবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment