ওজন কমাবে যে ৫ খাবার

  • কবিতা আক্তার
  • জুন ২৬, ২০২২

আঁশ সমৃদ্ধ খাবার খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমে। এতে বাড়তি মেদের ঝামেলা থেকে থাকা যায় দূরে।

বিটরুট: ফাইবারের পাশাপাশি নানা ধরনের পুষ্টি উপাদানের ভরপুর বিটরুট। প্রচুর পরিমাণে আয়রন এবং পটাশিয়াম পাওয়া যায় বিটরুট থেকে। হাইপার টেনশন ও রক্তশূন্যতা দূর করে এসব উপাদান।

গাজর: স্যুপ, হালুয়া বা সালাদে গাজর খেতে পারেন। আঁশের একটি ভালো উৎস।

আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে হাত - পা ফর্সা করুন সহজেই

মেথি শাক: মেথি শাকে মেলে ডায়েটারি ফাইবার। এছাড়াও আরও নানা ধরনের পুষ্টিগুণসমৃদ্ধ এই শাক নিয়মিত খেলে বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।

সরিষার শাক: সরিষা শাক থেকেও পাওয়া যায় ফাইবার। সুস্বাদু এই শাক খেলে দূরে থাকা যায় বিভিন্ন রোগ থেকে।

আপেল: ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়ামসহ আরও অনেক উপাদান মেলে আপেল থেকে। বাড়তি ওজন থেকে দূরে থাকতে আপেল খান রোজ। এটি হার্ট ভালো রাখতে ও সাহায্য করে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment