জ্বরঠোসা সারবে ঘরোয়া উপায়ে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ২৩, ২০২২

অনেকেরই ঠোঁটের আশেপাশের ছোট ছোট একগুচ্ছ ফুঁসকুড়ি দেখা যায়। এটিকে জ্বরঠোসা বলা হয়। অনেকেই জ্বরঠোসার সমস্যায় প্রায়ই ভোগেন। যা প্রচণ্ড ব্যথা ও চুলকানির সৃষ্টি করে।

আক্রান্ত স্থান লাল হয়ে ফুলে যায়। এছাড়াও কথা বলতে, এমনকি হাসতেও কষ্ট হয়। আসুন জেনে নেই, জ্বরঠোসা সাড়ানোর ঘরোয়া উপায়...

আরো পড়ুনঃ মুরগির রুটি রোল

বরফ: জ্বরঠোসার স্থানে বরফ ব্যবহার করলে ব্যথা কমে। এর জন্য একটি কাপড়ে বরফ মুড়ে ক্ষতস্থানে ৫ মিনিট ধরে রাখুন। কিন্তু ১৫ মিনিটের বেশি নয়। ত্বকে সরাসরি বরফ লাগাবেন না। এতে ক্ষত আরও বাড়তে পারে। দিনে তিনবার করে অন্তত পাঁচ দিন ব্যবহার করুন।

অরেগানো তেল: বিভিন্ন ভাইরাসকে বাধা দিতে প্রাকৃতিক এই তেল বিশেষ কার্যকরী। আক্রান্ত স্থানে পাতলা করে এই তেল প্রয়োগ করুন। একটি তুলোর বলে তেল দিয়ে সারাদিন কয়েকবার আক্রান্ত স্থানে লাগান।

টি ট্রি অয়েল: টি ট্রি অয়েলও বিভিন্ন প্রদাহ সারাতে কাজ করে। একটি তুলোর বলে এই তেল নিয়ে প্রতিদিন কয়েকবার জ্বরঠোসায় ব্যবহার করুন। দেখবেন দ্রুত সেরে যাবে ঘা।‌

আরো পড়ুনঃ পরিষ্কার ও ঝলমলে চোখ পেতে চান ? দেখে নিন বিস্তারিত 

আপেল সিডার ভিনেগার: সামান্য আপেল সিডার ভিনেগারের সাথে পানি মিশিয়ে তুলোর বল ভিজিয়ে আক্রান্ত স্থানে কয়েক মিনিটের জন্য ধরে রাখুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment