আলাদা থাকলেই প্রেম ও দুজনের মধ্যে টান বাড়ে, দাবি প্রবীণ দম্পতির

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ১৭, ২০২২

৬৮ বছর বয়সী টিম হোলিংওয়ার্থ এবং ৬৯ বছর বয়সী ডায়ানা লিউকের ১৪ বছরের সম্পর্ক। দুজনেই থাকেন লন্ডনের শেফিল্ড শহরে। কিন্তু একই শহরে থাকলেও তারা একই ছাদের তলায় থাকেন না। তারা থাকেন আলাদা আলাদা বাড়িতে। তাদের দাবি, আলাদা থাকাই তাঁদের ভালোবাসার মূল ভিত্তি।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ডায়ানা রেডিওর কন্ঠশিল্পী ছিলেন। স্বাধীনচেতা ডায়ানা একা থাকতেই পছন্দ করেন। প্রায় ২০ বছর কোনরকম সম্পর্কে জড়াননি তিনি।

২০০৮ সালে টিমের সঙ্গে দেখা হয় তার। দুজনের আলাপ অল্প দিনের মধ্যেই করায় প্রণয়ের দিকে। কিন্তু প্রেমে পড়লেও দুজনে সিদ্ধান্ত নেয় আলাদা বাড়িতে থাকবেন তারা। বিয়ে করলেও আলাদা থাকেন। তবে দীর্ঘদিনের এই অভ্যাসে ভাটা পড়তে পারে শীঘ্রই।

আরো পড়ুনঃ বিয়ের কেনাকাটায় কনের কসমেটিকসের তালিকায় কি কি থাকা অতি আবশ্যক?

দম্পতি জানাচ্ছেন, আলাদা বাড়িতে থাকার ফলে বেড়ে যাচ্ছে সংসার চালানোর খরচ। এজন্য হয়তো আগামীতে এক বাড়িতে থাকতে হবে তাদের। এক বাড়িতে থাকতে হলেও তারা চান আলাদা ঘরে শোবেন।

তাঁদের মতে, দূরে থাকলে না কি সম্পর্কে প্রেম ও টান বাড়ে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment