গর্ভকালীন সময়ে কী খাবেন?

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • অক্টোবর ১০, ২০২২

গর্ভকালীন সময়ে আপনাকে প্রতিদিন ছয় ধরনের খাবার অবশ্যই খেতে হবে। এই ছয় ধরনের খাবার হলো...

১. শর্করা জাতীয় খাবার। যেমন: ভাত, রুটি।

২. গাঢ় সবুজ ও রঙিন শাক।

৩. রঙিন ফল ও সবজি।

৪. ডিম।

আরো পড়ুনঃ অতিরিক্ত চা পান শরীরের যেসব ক্ষতি করে

৫. দুধ জাতীয় খাবার।

৬. মাছ, মাংস ও ডাল।

এসবের পাশাপাশি প্রতিদিন যেকোনো ধরনের টক জাতীয় ফল খাবেন। যেমন আমলকি, আমড়া, জাম, জলপাই, লেবু, জাম্বুরা, কমলা ও মাল্টা। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।

ভিটামিন সি আপনার ও গর্ভের শিশুর ত্বক, রক্তনালী ও হাড় সুস্থ রাখতে সাহায্য করবে। এছাড়া শরীরকে আয়রন শোষণেও সহায়তা করবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment