অন্য শারীরিক সমস্যা থাকলে কোন জন্মবিরতিকরণ পদ্ধতি গ্রহণ করবো? 

  • রেজবুল ইসলাম 
  • মার্চ ১৯, ২০১৮

প্রশ্ন : আমার অন্যান্য অনেক শারীরিক সমস্যার রয়েছে। তাহলে আমি এখন জন্মবিরতিকরণ কোন পদ্ধতি গ্রহণ করবো? 

উত্তর : যে কোন রোগের জন্য যখন ঔষধ নিবেন তখন জন্মবিরতিকরণ পদ্ধতিতে খেয়াল রাখতে হবে। অন্যান্য ঔষধ গ্রহণকালে কিছু জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি প্রভাবিত হতে পারে, তবে এ পদ্ধতিগুলো ব্যাতীত আরো অনেক পদ্ধতি রয়েছে। আরো জানার জন্য আপনার ডাক্তার কিংবা নিকটস্থ ক্লিনিকের নার্সের সাথে যোগাযোগ করুন। অন্যান্য ঔষধ দ্বারা যেসব জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি প্রভাবিত হয় না সেগুলো হলোঃ

•    ইনট্রাউটেরিন ডিভাইস (আইইউডি)

•    জন্মনিরোধক ইঞ্জেকশন

•    ডায়াফ্রাম অথবা ক্যাপ

•    পুরুষ অথবা মহিলাদের কনডম

Leave a Comment