শরীরের কোন সমস্যায় কি খাবেন ?

  • ফারজানা আক্তার 
  • এপ্রিল ১, ২০১৮

(১) রুক্ষ ও শুষ্ক চুল হলে শসা খাবেন। 

(২) কিডনিতে পাথর হলে পাকা আম খাবেন। 

(৩) মুখের দুর্গন্ধে কাঁচা পেয়ারা খাবেন। 

(৪) প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে টমেটো খাবেন। 

(৫) নিউমোনিয়ার সমস্যায় কমলা খাবেন। 

(৬) শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা হলে পেঁয়াজ খাবেন। 

(৭) পাইলস এর সমস্যা হলে পাঁকা পেঁপে খাবেন। 

(৮) জন্ডিসের সমস্যা ডালিম খাবেন। 

(৯) ডায়াবেটিস নিয়ন্ত্রণে কালো জাম খাবেন। 

(১০) মূত্র জনিত সমস্যায় মিষ্টি কুমড়া খাবেন। 

(১১) হাড় ক্ষয় জনিত সমস্যায় আঙ্গুর খাবেন। 

(১২) হরমোন জনিত সমস্যায় পাঁকা পেয়ারা খাবেন। 

(১৩) কৃমির সমস্যা আনারস খাবেন। 
 

Leave a Comment