মেয়েদের অনিয়মিত পিরিয়ডে যে সমস্যাগুলো হয় !

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • নভেম্বর ১৮, ২০১৭

অনেক মেয়ের প্রতিমাসে নিয়মিত পিরিয়ড হয় না। এক মাসে রক্তপাত হলে হয়তো আরেক মাসে হয় না। অনেকের ক্ষেত্রে দুই-তিন মাস পরপর হয়ে থাকে। অনেক সময় পিরিয়ড বেশি সময় ধরে হয়। কখনো  অল্প রক্তপাত হয় আবার কখনোও বেশি রক্তপাত হয়।

অনিয়মিত পিরিয়ডের কারণে যে সমস্যাগুলো হতে পারে তা দেখে নিন এক নজর। 

  • সন্তান ধারণ ক্ষমতা হ্রাস পায়।
  • অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে।
  • এ ছাড়া মেজাজ খিটখিটে থাকা এবং অস্বস্তিবোধ তৈরি হয়।

তথ্য এবং ছবি :  গুগল  

Leave a Comment