যোনি মুখে চুলকায়,এবং ছোট ছোট ঘা হয়েছে, কি করতে হবে?

  • তাসফিয়া আমিন
  • মে ৮, ২০১৮

প্রশ্ন: যোনি মুখে চুলকায়,এবং ছোট ছোট ঘা হয়েছে, কি করতে হবে?

উত্তর: আপনার বয়স কত?কত দিন থেকে আপনার এই সমস্যা? আপনি কি কাজ করেন? ডায়েবেটিস আছে কি? পানি বা পুজ আসে কি? চুল্কানি হয়? পরিবার এর আর কারও আছে কি? শরিরের অন্য কোন অংশে আছে কি? এসব আগে জানতে হবে। 
আপাতত জায়গাটি কুসুম গরম পানিতে ধুয়ে শুষ্ক ও পরিষ্কার রাখুন। ব্যথা হলে নাপা ট্যাবলেট খান খাবার পর। না দেখে আপনার এই রোগের চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাই আপনি একজন গাইনী ডাক্তার এর পরামর্শ নিন। আপনি কিছু নিয়ম অনুসরণ করতে পারেন।

-চুলকানির স্থান প্রতিদিন পরিষ্কার করতে হবে। কোন অবস্থাতেই অপরিষ্কার থাকা যাবে না। গোসলের সময় জীবাণুনাশক সাবান দিয়ে আক্রান্ত স্থান ভালভাবে ধুয়ে ফেলুন, এবং অবশ্যই লক্ষ্য রাখুন সাবানটি যেন আপনার পরিবারের অন্য কোন সদস্য ব্যবহার না করে। নাহলে তারাও এতে আক্রান্ত হবে।

- আপনি যদি অন্তর্বাস ব্যবহার করে থাকেন তাহলে প্রতিদিন পরিষ্কার অন্তর্বাস ব্যবহার করুন। এ ক্ষেত্রে পরামর্শ হচ্ছে সপ্তাহের ৭ দিনের জন্য ৭টি অন্তর্বাস কিনে নিন। প্রতিদিন নতুন অন্তর্বাস পরুন। সম্ভব না হলে একদিন ব্যবহারের পরেই অন্তর্বাস ধুয়ে পরিষ্কার করে রাখুন।

-চুলকাবেন না। যত বেশি চুলকাবেন ততই তা শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে। এছাড়া এটি আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, ফলে জনসমক্ষে বিব্রতকর অবস্থায় পরতে হবে।

- আক্রান্ত স্থান যথা সম্ভব শুষ্ক রাখার চেষ্টা করুন। 

-ডাক্তার এর পরামর্শ নিয়ে প্রতিদিন আক্রান্ত স্থানে এন্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করুন।

আর/এস 

Leave a Comment