গর্ভাবস্থায় এন্টিবায়োটিক ব্যবহার করা কি নিরাপদ?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • জুন ৩০, ২০১৮

সন্তান গর্ভে থাকাকালীন সময়ে গর্ভবতী মায়ের চিন্তার শেষ নেই। কি খাবে, কখন খাবে, কিভাবে চলবে, কি কাজ করবে না সব বিছুই যেন মেপে মেপে করতে হয়। এর মাঝেই মায়ের সামান্য একটু অসুস্থতা দুঃচিন্তা বাড়িয়ে দেয় বহুগুন। আর অসুস্থতা মানেই তো ঔষধ সেবনের প্রশ্ন! সাথে সেই ঔষধ যদি হয় এন্টিবায়োটিক,তবে প্রয়োজন হয় বাড়তি সতর্কতার। অবশ্যই আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দেবেন সব ব্যপারে সবসময়। তারপরও জেনে রাখা ভাল কোন এন্টিবায়োটিক নিরাপদ আর কোনটা বিশেষভাবে ক্ষতি করে গর্ভের শিশুর। গর্ভবতী মা তার গর্ভাবস্থায়ের কোন সময়ে এন্টিবায়োটিক সেবন করছে, কতদিন সেবন করছে এবং কত মাত্রায় সেবন করছে এইসব কিছুর উপরও অনেক  কিছু নির্ভর করে। আসুন একনজরে জেনে নেই প্রচলিত নিরাপদ এন্টিবায়োটিক যেগুলো  সচরাচর চিকিৎসকরা গর্ভবতীদের পরামর্শ করে থাকেন।

- Amoxicillin

- Ampicillin

- Clindamycin

- Erythromycin

- Penicillin

উপরে উল্লেখিত গ্রুপের এন্টিবায়োটিকগুলো ছাড়া অন্য সবধরনের এন্টিবায়োটিকই গর্ভাবস্থায় এড়িয়ে চলতে হবে। উদাহরন স্বরূপ বলা যায়, Tetracyclines [ Doxycycline and Minocycline ] গর্ভবতী মায়ের যকৃত অকার্যকর করতে আর মায়ের পেটে থাকা শিশুর দাঁত ভবিষ্যতে বিবর্ণ করে ফেলতে প্রভাব ফেলতে পারে। তবে একথা অবশ্যই মনে রাখতে হবে যে, আপনার শারীরিক অবস্থায় যদি এন্টিবায়োটিক প্রয়োজন হয়, তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকই পারবেন আপনাকে সঠিক মাত্রার একটি নিরাপদ এন্টিবায়োটিক সেবনের পরামর্শ দিতে।

সূত্র : গুগল 

Leave a Comment