দুধ খাওয়ানোর পরে আমার বাচ্চা মাঝেমধ্যে বমি করে কেন?

  • তাসফিয়া আমিন
  • জুলাই ৬, ২০১৮

কোন কোন বাচ্চা খাওয়ার সময় বা তার পর অন্যদের চাইতে বেশি বমি করে। এর হরেক রকম নাম আছে (যেমন: Possetting, regurgitation, বা Reflux ইত্যাদি)। এরকম হওয়াটা অনেক সময় আপনার জন্য উদ্বেগের কারণ হতে পারে, এবং শিশুর সমস্যা হচ্ছে ভেবে আপনি চিন্তিত হয়ে পড়তে পারেন। ঘন ঘন এমন হলে বা শিশু বেশি দুর্বল হয়ে পড়লে, অথবা তাকে দেখে যদি মনে হয় তার কষ্ট হচ্ছে বা অন্য কোন কিছুর জন্য যদি আপনি চিন্তিত হন তাহলে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলুন।

খেয়াল রাখুন যাতে ফীডারের নিপলের ছিদ্র যেন বেশি বড় না হয়; বাচ্চাকে বেশি দ্রুত খাওয়ানো হলে সে অসুস্থ বোধ করতে পারে। দুধ খাওয়ানোর পর বাচ্চাকে কোলের ওপর সোজাভাবে বসিয়ে রাখলে তার সুবিধে হতে পারে।
যদি আপনার শিশু অনেক বেশি দুধ বমি করে তাহলে তার আবার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যেতে পারে। খাওয়ানোর সময় শিশুদেরকে জোর করে বেশি দুধ খাওয়াবেন না। প্রতিটি শিশুই আলাদা। কোন শিশু অল্প অল্প করে বেশি সংখ্যক বার খেতে পছন্দ করে। 

আর/এস 

Leave a Comment