সন্তান জন্মের প্রস্তুতি নিন

  • তাসফিয়া আমিন
  • সেপ্টেম্বর ১৬, ২০১৮

অনেকেই প্রশ্ন করে থাকেন, ডেলিভারির জন্য কিভাবে প্রস্তুতি নেবো? বিশেষকরে যারা প্রথমবার মা হতে চলেছেন তাদের কিছু বিষয় জেনে রাখা অবশ্যই প্রয়োজন।

১. সন্তানের জন্ম বাসায় হোক বা হাসপাতালে, তারিখের কয়েক সপ্তাহ আগে থেকেই প্রয়োজনীয় জিনিসগুলি গুছিয়ে রাখুন।

২. হাসপাতালে বাচ্চা জন্ম দিলে কিছু জিনিস অবশ্যই সাথে নিতে হবে। যেমনঃ

- প্রসবের সময় পড়ার জন্য কিছু ঢিলে এবং আরামদায়ক কাপড় যেন আপনার গরম না লাগে। প্রসবের সময় তিনবারের মতন কাপড় বদলাতে হতে পারে।

- দুই তিনটি ঢিলে (দৈনন্দিন ব্যবহারের চেয়ে বড়) ব্রা (নার্সিং ব্রাও নিতে পারেন যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পরিকল্পনা থাকে)। মনে রাখবেন প্রসবের পর স্তন আকারে বৃদ্ধি পায়।

- দুই প্যাকেট স্যানিটারি প্যাড। রেগুলার প্যাড নয়, ডেলিভারির পর ব্যবহারের জন্য আলাদা প্যাড ফার্মেসিতে পাবেন।

- টুথব্রাশ, চিরুনী ও তোয়ালেসহ একটি ব্যাগ।

- বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সুবিধার্থে সামনে খোলা যায় এমন নাইটি বা ম্যাক্সি।

- নরম রাবারের স্যান্ডেল।

- পাঁচ ছয় জোড়া পেটিকোট (যেন আপনি সুবিধামতন বদলাতে পারেন)।

- বাচ্চার জন্য কাপড়, ন্যাপি ও কাঁথা। বাচ্চাকে ঢেকে রাখার জন্য মোটা কাঁথা, বা কম্বল।

- ছোট বাটি ও চামচ। অনেক সময় বাচ্চাকে বাটি চামচে দুধ খাওয়ানোর প্রয়োজন হয়।

আর/এস 

Leave a Comment