ভিটামিন ‘বি১২’ এর অভাব জনিত রোগ

  • অনলাইন ডেস্ক
  • সেপ্টেম্বর ২৯, ২০১৮

দেহে লোহিত রক্ত কণিকা এবং স্নায়ু টিস্যুর স্বাভাবিক কার্যাবলি বজায় রাখতে ভিটামিন বি ১২ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি ১২-এর অভাবজনিত রোগ দেখা দিলে এবং এর চিকিৎসা না করানো হলে রক্তশূন্যতা এবং স্থায়ীভাবে মস্তিষ্ক ও স্নায়ুর ক্ষতি হতে পারে। ভিটামিন বি ১২-এর অভাব দেখা দিলে তা পরবর্তীতে Pernicious anemia তে রূপান্তরিত হয় এবং তখন রক্তশূন্যতা মারাত্মক রূপ ধারণ করে। Pernicious anemia-তে আক্রান্ত রোগী্র পাকস্থলিতে পর্যাপ্ত পরিমাণে আই-এফ বা IF (Intrinsic factor) তৈরি হয় না। আমাদের দেহে ভিটামিন বি১২ শোষণের জন্য আই-এফ প্রয়োজন। ফলে Pernicious anemia দেখা দিলে আক্রান্ত ব্যক্তির রক্তে ইঞ্জেকশনের সাহায্যে সরাসরি ভিটামিন বি ১২ প্রয়োগ করা হয়।

দেহে ফলিক এসিড শোষণের ক্ষেত্রেও ভিটামিন বি১২ সাহায্য করে। সাধারণত মাংস ও দুগ্ধজাতীয় খাবারে ভিটামিন বি ১২ বেশি থাকে। তাই নিরামিষ ভোজীদের ক্ষেত্রে এ রোগের ঝুঁকি বেশি ।


এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:

- ত্বকে অস্বাভাবিক অনুভূতি হওয়া (Paresthesia)

- নড়াচড়া করতে সমস্যা হওয়া (Problems with movement)

- ঘাম হওয়া (Sweating) হঠাৎ গরম অনুভব করা (Hot flashes)

- পায়ের মাংসেপশীতে টান ধরা বা খিঁচুনি হওয়া (Leg cramps or spasms)

- অবসাদ (Fatigue)

- স্মৃতিশক্তির সমস্যা (Disturbance of Memory)

- বুক জ্বালা (Heartburn)

- জিহ্বার অস্বাভাবিকতা (Abnormal appearing tongue)

- চুল পড়ে যাওয়া (Too little hair)

- হাঁটুর মাংসপেশী শক্ত হয়ে যাওয়া (Knee stiffness or tightness) 

আর/এস 

Leave a Comment