ফলিক এসিড কাদের বেশি দরকার হয়?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • অক্টোবর ৭, ২০১৮

আপনি যদি শারীরিক স্থুলতায় আক্রান্ত হয়ে থাকেন এবং গর্ভবতী থাকেন , অথবা হবু গর্ভবতী হয়ে থাকেন তাদের ক্ষেত্রে এনটিডি আক্রান্ত বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি। এটাই যে সঠিক কারণ এমনটা এখনো প্রমান হয় নি। তবুও আপনি যদি স্থুল স্বাস্থ্যের অধিকারী হন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণ ফলিক এসিড গ্রহন করুন।

আপনার আগের গর্ভধারণ যদি এনটিডি আক্রান্ত হয়ে থাকে তাহলে সেটা আপনার বর্তমান ডাক্তারকে জানান। কারণ, আগের সমস্যার কারণে আপনার বর্তমান গর্ভস্থ বাচ্চাটিও একই সমস্যায় আক্রান্ত হতে পারে। স্বস্থির কথা হলো উচ্চডোজের ফলিক এডিস গ্রহণের মাধ্যমে একই সমস্যায় আক্রান্ত হওয়া হ্রাস করা যায়। কাজটি অবশ্যই ডাক্তারের পরামর্শে করবেন। 

Leave a Comment