এজমা বা হাঁপানির লক্ষণসমূহ

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • মার্চ ২৬, ২০১৯

যাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাদের বলা হয় এজমার রোগী। বাংলায় বলে হাঁপানি। এজমা হলে মানুষের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। সে সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শ্বাসের সঙ্গে একটা টান চলে আসে।  এ টানকেই বলে হাঁপানি। হাঁপানি রোগের লক্ষণগুলো হলো-

১. শ্বাসকষ্ট, সাথে শুকনো কাশি।

২. শ্বাস-প্রশ্বাসের সময় বাঁশির মতো সাঁ সাঁ শব্দ।

৩. হঠাৎ দমবন্ধ ভাব অনুভব করা।

৪. ধুলাবালু বিশেষভাবে ঘরের ধুলা, ঠাণ্ডা কিংবা গরমের কারণে শুকনো কাশি, শ্বাসকষ্ট।

৫. পরিশ্রম করলে শ্বাসকষ্ট, সাথে বুকের ভেতর সাঁ সাঁ শব্দ।

৬. ঋতু পরিবর্তনের সময় শ্বাসকষ্ট।

৭. কষ্টকর কাশি, শ্বাসকষ্ট শেষ রাতে বাড়তে দেখা যায়।

৮. বিটাব্লকার বা অ্যাসরিন খেলে শ্বাসকষ্ট।

উপরের যেকোনো তিনটি লক্ষণ একসাথে থাকলে হাঁপানি চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

টি/আ

Leave a Comment