পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS -এর কারণে সৃষ্ট সমস্যাসমূহ

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • অক্টোবর ২৪, ২০১৭

PCOS হওয়া মেয়েরা বিভিন্ন ধরনের জটিলতার ঝুঁকিতে থাকেন। PCOS এর সাথে জড়িত কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে যা অনেক সময় PCOS হওয়ার পর হতে পারে বা অনেকসময় ওই রোগগুলোর কারণে PCOS হতে পারে। যেমন :

  • উচ্চরক্তচাপ
  • টাইপ ২ ডায়াবেটিস
  • কোলেস্টেরল এবং লিপিডের অস্বাভাবিকতা
  • মানসিক চাপ ও দুশ্চিন্তা
  • বন্ধ্যাত্ব
  • জরায়ুতে অস্বাভাবিক রক্তপাত
  • জরায়ুর ক্যান্সার
  • স্তন ক্যান্সার

PCOS থাকা নারীদের গর্ভপাতের সম্ভবনা অনেক বেড়ে যায়। এছাড়া গর্ভাবস্থায় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ইত্যাদি হবার সম্ভাবনাও  থাকে।

 

Leave a Comment