-20191114125617.jpg)
মিষ্টি পানীয় বীর্যে শুক্রাণুর পরিমান কমায়
- কামরুন নাহার স্মৃতি
- নভেম্বর ১৪, ২০১৯
দেশি বিদেশি চিকিৎসকরা মনে করছেন মিষ্টি জাতীয় পানীয় বীর্যে শুক্রাণুর পরিমান কমিয়ে দেয়। মিষ্টি জাতীয় পানীয় বলতে চিকিৎসকরা নজরে এনেছেন সোডা, ভদকা, কিংবা অ্যালকোহলকে। পরীক্ষায় দেখা গেছে, যে অ্যালকোহলগুলোতে সুগারের পরিমান বেশি থাকে সেসব অ্যালকোহল পানে বীর্যে শুক্রাণুর পরিমান কমে যায়।
খেলোয়াড়দের বেশি সতর্ক করতে চান চিকিৎসকরা। কিছু স্পোর্টস ড্রিংক এ বেশি সুগার থাকায় ক্ষতি হবে পুরুষের যৌনতায়। এমনকি শক্তিবর্ধক যেকোন পানীয়তে সুগারের পরিমান বেশি থাকতে পারে বলে চিকিৎসকদের ধারনা। তাই চির যৌবন, যৌনতা ঠিক রাখতে এবং বীর্য বাচাতে আজই ছাড়ুন মিষ্টি খাওয়া।
কে/এস