আমার নরমাল ডেলিভারি হয়েছে ৭ মাস হলো। এখনো পিরিয়ড হয়নি।

  • তাসফিয়া আমিন
  • এপ্রিল ২০, ২০২০

প্রশ্নঃ আপু, আমার নরমাল ডেলিভারি হয়েছে ৭ মাস হলো। এখনো পিরিয়ড হয়নি। ডেলিভারির কতদিন পরে পিরিয়ড শুরু হতে পারে?

উত্তরঃ আপু, যেসব মায়েরা বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করান না, তাদের ক্ষেত্রে ডেলিভারি হওয়ার ৬-৮ সপ্তাহ পরে তাদের পিরিয়ড বা মাসিক শুরু হয়ে যায়।

তবে, যদি বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্টফিড করে, সেক্ষেত্রে সময়টা বদলে যায়। বাচ্চা যতদিন শুধুমাত্র বুকের দুধ খায়, ততদিন মায়ের পিরিয়ডই হয় না, এমনটাও কিন্তু হয়েই থাকে।

আরো পড়ুন :  জন্মদিনের পার্টিতে শিশুর নিরাপত্তা

বাচ্চা তার পুরো পুষ্টি যদি শুধুমাত্র বুকের দুধ থেকেই পায়, তা হলে সেই মায়ের পিরিয়ড শুরু হতে ভালোই দেরি হয়। এটা একদম স্বাভাবিক ব্যাপার।

আর অন্যদের ক্ষেত্রে (যারা বাচ্চাকে বুকের দুধ ও অন্য খাবার মিলিয়ে মিশিয়ে খাওয়ান বা যার বাচ্চা শুধুই ফর্মুলা খায়) ডেলিভারির পরে মোটামুটি কয়েকমাস পরেই পিরিয়ড শুরু হয়ে যায়।

কিছু কিছু মায়েদের এক থেকে দেড় বছর পর পিরিয়ড শুরু হয়। একেকজনের শারীরিক অবস্থা একেক রকম তাই নির্দিষ্ট করে বলা যায় না যে পিরিয়ড ঠিক কতদিন পর থেকে শুরু হবে।

Leave a Comment