পেটে বাবুর নড়াচড়া 

  • রেজবুল ইসলাম 
  • জানুয়ারি ২৯, ২০১৮

প্রশ্ন : ৫মাসে বাবু কি প্রতিদিনই নড়ে আর সারাদিন নড়ে ? 

উত্তর : সারাদিন কোন বাচ্চাই নড়েনা । গর্ভাবস্থায় ১৮ থেকে ২৪ সপ্তাহের মধ্যে শিশু নড়াচড়া শুরু করে । বিশেষ করে মায়ের খাওয়ার পরে , ব্যায়ামের পরে , উচ্চ শব্দ হলে এরা নড়াচড়া করে । তবে কোন না কোন ভাবে বোঝা যায় বাচ্চা সক্রিয় আছে । অনেক শিশু একটু কম নড়াচড়া করে অনেক শিশু বেশি । 
 

Leave a Comment