স্পাইডার প্ল্যান্ট ঘরে রাখবেন যে ৫ কারণে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ফেব্রুয়ারি ১৯, ২০২২

স্পাইডার প্ল্যান্ট দিয়ে সাজাতে পারেন বেড্রুম কিংবা লিভিং রুম। ঘরের সৌন্দর্য বাড়ানো ছাড়াও এ প্লান্ট রাখার আরো কিছু সুবিধা রয়েছে। আসুন জেনে নেয়া যাক সেগুলো সম্পর্কে...

১. স্পাইডার প্ল্যান্ট ঘরের বাতাস বিশুদ্ধ রাখে। বাতাসে থাকা বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল নিমিষেই দূর করে দেওয়ার ক্ষমতা রয়েছে স্পাইডার প্ল্যান্টের।

২. ঘরের ভেতর অক্সিজেনের আনাগোনা বাড়ায় স্পাইডার প্ল্যান্ট।

আরো পড়ুনঃ ত্বকে ব্রণের দাগ হবে না এ কাজগুলো করলে,জেনে নিন

৩. গবেষণা মতে, স্পাইডার প্ল্যান্ট কর্টিসল নামের এক ধরনের হরমোন কমাতে সাহায্য করে। এই হরমোন স্ট্রেস বাড়ার জন্য দায়ী। ফলে ঘরেই স্পাইডার প্ল্যান্ট থাকলে কমে যাবে উদ্বেগ ও হতাশা। ‌

৪. ঘরে পৌষ্য‌ থাকলেও নিশ্চিন্তেই এই প্লান্ট রাখতে পারেন। এতে পৌষ্যের ও ক্ষতি হয় এমন কোন উপাদান নেই।

৫. খুব সামান্য যত্নে বেঁচে থাকতে পারে স্পাইডার প্ল্যান্ট। অল্প আলোতে ঘরের কোণে এটি দিব্যি বেড়ে উঠতে পারে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment