মশা তাড়াতে ঘরোয়া উপায়

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ৪, ২০২২

বারান্দা বা আঙিনা সবসময় পরিষ্কার রাখবেন। ভাঙা টব বা কোন পাত্রে যেন পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখা জরুরী। পাশাপাশি কিছু ঘরোয়া টিপস মানতে পারেন মশার উপদ্রব কমাতে...

- ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। ধীরে ধীরে ছড়িয়ে পড়া গন্ধে মশা দূর হবে।

- টাইমস অফ ইন্ডিয়া বলছে, মশার লার্ভার বেড়ে ওঠা থামাতে সক্ষম কফির গুঁড়া। তাই বাগানে কফির গুঁড়া ছিটিয়ে দিলে উপকার পাওয়া যায়।

- রিডার্স ডাইজেস্টে প্রকাশিত তথ্য মতে, কিছু গাছ আছে যা ঘরে রাখলে মশার উপদ্রব কমে। তুলসী, পুদিনা, ল্যাভেন্ডার, গাঁদা গাছ রাখতে পারেন ঘরের আঙ্গিনায় বা ঘরের ভেতর।

আরো পড়ুনঃ আপনার চুলের যত্নের জন্য কিছু উপকারী হেয়ার মাস্ক

- লেমন গ্রাস অয়েল ত্বকে লাগালে মশা কামড়াবে না। রসুনের রস মিশ্রিত পানি বাগানে স্প্রে করে দিলে মশার উপদ্রব কমবে।

- মেডিকেল নিউজ টুডে বলছে, ২০১৫ সালের এক জরিপের প্রকাশিত তথ্য মতে, নিমের তেল ত্বকে ম্যাসাজ করলে ৩ ঘন্টা পর্যন্ত মশা বসে না। আবার নিমপাতা জ্বালানো ধোঁয়া ছড়িয়ে পড়লে মশার আনাগোনা কমে অনেকটাই।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment